করোনায় মৃত্যুতে স্পেনকে ছাড়িয়ে ব্রাজিল এখন পঞ্চম

সমকাল প্রকাশিত: ৩০ মে ২০২০, ১০:৫৮

করোনাভাইরাস মহামারির কেন্দ্রস্থল এখন দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় আক্রান্তের দিক থেকে বেশ কয়েকদিন আগেই দেশটি বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। এবার মৃত্যুর দিক থেকে স্পেনকে ছাড়িয়ে পৌঁছে গেল পঞ্চম স্থানে। খবর সিএনএন ও ব্লুমবার্গের।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, করোনায় শুক্রবার ২৪ ঘণ্টায় ব্রাজিলে ১ হাজার ১২৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে টানা পঞ্চমদিনের মতো দেশটিতে প্রতিদিন এক হাজারের বেশি মানুষের মৃত্যু হলো। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭৮ জনে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, ব্রাজিল করোনায় মৃত্যুতে বিশ্বের মধ্যে এখন পঞ্চম দেশ। তারা কয়েকদিনের মধ্যে মৃত্যুতে স্পেনকে পেছনে ফেলে দিয়েছে। স্পেনে এ পর্যন্ত করোনায় মারা গেছে ২৭ হাজার ১২১ জন।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে একদিনে রেকর্ড সংখ্যক ২৬ হাজার ৯২৮ জন আক্রান্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৫ হাজার ১৬৬ জন। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই এখন ব্রাজিলের অবস্থান। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় প্রায় ১৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ১ লাখের বেশি মানুষ।

গত ২১ মে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে ঢের বেশি হতে পারে। কেননা, ব্যাপক আকারে পরীক্ষার অভাবে অনেকেই হয়তো সরকারি হিসাবের আওতায় আসছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি হতে পারে।

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোর মেয়র ব্রুনো কোভাস সতর্ক করে দিয়ে বলেছেন, শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মেনে চলা না হলে বিপর্যস্ত হয়ে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us