সফটওয়্যার আপডেট পেল ওয়ানপ্লাসের দুই ফোন

ঢাকা টাইমস প্রকাশিত: ৩০ মে ২০২০, ১০:১৩

সফটওয়্যার আপডেট পেলো ওয়ান প্লাস সিক্স এবং ওয়ানপ্লাস সিক্সটি। এই দুই ফোনে অক্সিজেন ওএস পৌঁছাতে শুরু করেছে। সম্প্রতিকতম আপডেটে এই দুই ফোনে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে গিয়েছে। ওটিএ আপডেটে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছবে।

ডুয়াল সিমের ওয়ানপ্লাস সিক্সটি ফোনে চলবে অ্যানড্রয়েড টেন অপারেটিং সিস্টেম। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব অক্সিজেনওস স্কিন। ওয়ানপ্লাস সিক্সটি মডেলে আছে ৬.৪১ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৫:৯। ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য থাকবে গরিলা গ্লাস সিক্স। ফোনের ভিতরে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us