তিনদিনেও চালু হয়নি জামালপুর পিসিআর ল্যাব

কালের কণ্ঠ প্রকাশিত: ৩০ মে ২০২০, ০৮:৩৭

জামালপুর জেলায় দু’দিন বিরতির পর গতকাল শুক্রবার একজন মেডিক্যাল কলেজের ছাত্রীসহ নতুন করে আরো পাঁচজনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে জামালপুর সদর উপজেলায় তিনজন এবং মেলান্দহ উপজেলায় দু’জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। জেলার সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে গতকাল শুক্রবার মাঝ রাত পর্যন্ত জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাব চালু হয়নি। ল্যাবের যন্ত্র বিকল হয়ে যাওয়ায় গত বুধবার থেকে সেখানে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। জামালপুর জেলায় সংগৃহীত নমুনাগুলো গত বৃহস্পতিবার থেকে ময়মনসিংহের পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে।

জামালপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ থাকায় গত দু’দিনে ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো ৩০৭টি নমুনার মধ্যে গতকাল শুক্রবার সেখানে ১১৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বাকি নমুনাগুলোর করোনা নেগেটিভ এসেছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে জামালপুর সদর উপজেলায় তিনজন এবং মেলান্দহ উপজেলায় দু’জন শনাক্ত হয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us