সিলেটে র‌্যাবের ১৩ সদস্য করোনায় আক্রান্ত

সমকাল প্রকাশিত: ৩০ মে ২০২০, ০০:৩২

সিলেটে প্রথমবারের মত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৩ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে র‌্যাব-৯ এ কর্মরতদের পাশাপাশি ৩১ জনের নমুনা রিপোর্ট করোনা পজেটিভ আসে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে আর ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

ওসমানীতে শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার এবং শাবিতে শনাক্ত হওয়া সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৭৪ জন হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৬১ জন এবং সুনামগঞ্জে ১৪৪ জন রয়েছে। এছাড়া হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজারে ৯৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার তাদের ল্যাবে সিলেট জেলার ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের পজেটিভ আসে।

তাদের মধ্যে র‌্যাব সদস্য ছাড়াও কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী রয়েছেন। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, ওসমানীর ল্যাবে তাদের ১৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে শুক্রবার ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

রাজধানীতে র‌্যাবের অভিযানে ৩৮ কিশোর আটক

বিডি নিউজ ২৪ | ঢাকা মেট্রোপলিটন
১ মাস, ৩ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us