বিশ্বকাপ স্কোয়াডের সদস্যরা পাচ্ছেন প্রায় দুই কোটি টাকা

ঢাকা টাইমস প্রকাশিত: ২৯ মে ২০২০, ২২:৪৬

আইসিসি বিশ্বকাপ-২০১৯ থেকে পাওয়া বোনাস ক্রিকেট দলের সদস্যদের দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) মধ্যস্থতায় দলের সদস্যদের মধ্যে বিশ্বকাপ থেকে পাওয়া বোনাসের একটি অংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিশ্বকাপ শেষ হয়ে প্রায় ১১ মাস কেটে গেলেও জাতীয় দলের ক্রিকেটারদের পাওনা ২ কোটি টাকা পরিশোধে কোয়াব এগিয়ে আসার আগ পর্যন্ত এ বিষয়ের কোনো সুরাহা হয়নি বলে ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে। গত বছরের ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দৌড় শেষ হয়েছিল।

বিশ্বকাপে প্রতি ম্যাচে জয়ের জন্য ক্রিকেটারদের ৪০ হাজার ডলার করে পাওয়ার কথা। সেই হিসেবে তিনটি জয়ের জন্য তাদের প্রাপ্য এক লাখ ২০ হাজার ডলার। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে কোয়াবের সভাপতি নাইমুর রহমান দুর্জয় বলেন, শুরুতে নারাজ থাকলেও বিসিবিকে ক্রিকেটারদের মধ্যে এ পুরস্কারের অর্থ বিতরণ করতে রাজি করাতে তারা সফল হয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us