ব্রাজিলে ৫ দিনেই আক্রান্ত লাখের কাছাকাছি, গণকবরের ছবি ভাইরাল

নয়া দিগন্ত প্রকাশিত: ২৯ মে ২০২০, ২২:৩৬

ব্রাজিলে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। দেশটিতে গত একদিনে নতুন করে ২৪ হাজার ১৫১ জনের রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে। আর শুধুমাত্র গত পাঁচ দিনে আক্রান্ত হয়েছে প্রায় ৯১ হাজার ৪১৪ জন। আর এই পাঁচ দিনে মারা গেছে প্রায় পাঁচ হাজার জন।

সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ও মৃতের সংখ্যা এখন ব্রাজিলে হাসপাতাল ও সমাধিক্ষেত্রগুলো ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। করোনায় মৃতদের জন্য ব্রাজিলের সাউপাওলোতে ভিলা ফর্মোসা নামক স্থানে গণ কবরের ব্যবস্থা করা হয়েছে। যেখানে হাজার হাজার লাশ একত্রে দাফনের কাজ চলছে।

করোনা নিয়ে প্রথম থেকেই বেপরোয়া আচরণ করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরা বলসোনারো। তিনি অর্থনীতিকে সচল রাখার জন্য দেশে করোনা নিয়ে কড়াকড়ি করেননি শুরু থেকে। তাই ফুটবল সম্রাট পেলের দেশে করোনা ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে।

সবমিলিয়ে ব্রাজিলে আক্রান্ত এখন চার লাখ ৩৮ হাজার ৮১২ জন। করোনা আক্রান্তের সংখ্যার তালিকায় সারাবিশ্বে ব্রাজিল দ্বিতীয় অবস্থানে। মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ৭৬৪। এই হারে মৃত্যু হলে আর একদিনেই স্পেনকে ছাড়িয়ে যাবে ব্রাজিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us