পাহাড়ে সেনাবাহিনীর খাদ্য সহায়তা অব্যাহত

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৬:৫৫

পাহাড়ে এখনও খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর। আজ শুক্রবার সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ইউনিয়নের দুই টিলা ও মাচালং এলাকার বাসিন্দাদের খাদ্য সহায়তা দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে করোনায় কর্মহীন পার্বত্যাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে সেনাবাহিনী নিজেদের রেশমের একটি অংশ বিতরণ করে আসছে। দূর্গম পাহাড়ি পথ পায়ে হেটে পাড়ি দিয়ে কাঁধে করে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের মাঝে পৌঁছে দিচ্ছেন খাদ্য সহায়তা। যাতে মানুষ খাদ্য সংকটে না পরে।

স্থানীয় বাদি চান চাকমা বলেন, দূর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে সেনাবাহিনী আমাদের জন্য চাল, আটা, আলু, ডাল, পিয়াজ, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে এসেছে। সত্যি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। পার্বত্যাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষগুলোর পাশে সেনাবাহিনী না থাকলে করোনাকালে খুবই কষ্ট পেতে হতো। কারণ দূর্গমতার জন্য এখানে কেউ ত্রাণ সহায়তা দিতে আসেনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us