ব্রাহ্মণবাড়িয়ায় আরো ১৭ জনের করোনা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৪:৫৯

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় ১৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩১ জন। সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত ডা. সানজিদা জানান, শুক্রবার দুপুরে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে জেলায় ১৭ জন ব্যক্তি করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন।

এর মধ্যে সদর উপজেলায় ১৫ জন (রাধিকায় ১ জন, মধ্যপাড়ায় ৪ জন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, পীরবাড়িতে ২ জন, কাজিপাড়ায় ৩ জন, কলেজপাড়ায় ১ জন, মুন্সেফপাড়ায় ১ জন, ভাদুঘরে ১ জন, সদর হাসপাতালে ১ জন)।

আশুগঞ্জ উপজেলায় আলমনগরে ১ জন ও বিজয়নগর উপজেলায় সিংগারবিলে ১ জন। আক্রান্ত ১৩১ জনের মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৮০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৩ হাজার ৩৬২ জনের ফলাফল পাওয়া গেছে। এখনো আইসোলেশনে আছেন ৫৪ জন। এর মধ্যে ঢাকায় ৫ জন, কুমিল্লায় ১ জন। করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় ২ জন মারা যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us