মাশরাফি-সাকিবের পথে মুশফিক

আরটিভি প্রকাশিত: ২৮ মে ২০২০, ০৮:৫৫

২০০৬ সালের ২৬ মে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। বাংলাদেশের হয়ে ক্রিকেট পথ চলার ১৫ বছর পূর্ণ হলো তার। এই উপলক্ষে একটি ফাউন্ডেশন গড়ার ঘোষণা দিয়েছেন মুশফিক। আর লোগো তৈরি করতে ভক্তদের জন্য একটি প্রতিযোগিতারও আয়োজন করেছেন তিনি।

২০১৭ সালে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেনে মাশরাফি বিন মুর্তজা। যার মাধ্যমে নড়াইল জেলার পাশাপাশি দেশে নানা প্রান্তে অবদান রেখেছেন টাইদের সবচেয়ে সফলতম অধিনায়ক। এইতো কয়েকদিন আগেই দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে করোনা বিরোধী যুদ্ধে নেমে পড়েন সাকিব।

মুশফিকের ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে এমআর ফিফটিন। যা নিজের নাম ও জার্সি নম্বরের সঙ্গে মিল রেখে করা। সব ঠিক হলেও লোগো কেমন হবে সেটা নিয়ে রয়েছে দ্বিধা। তাই নিজ ফেসবুকের মাধ্যমে লোগো ডিজাইনের এক প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন দেশসেরা এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us