ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্টের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া

সময় টিভি প্রকাশিত: ২৮ মে ২০২০, ০১:২১

ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। এক ভেন্যুতে নয়, সিরিজের চার টেস্ট হবে চারটি ভেন্যুতে। ৩ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে সিরিজ। ক্রিকেট অস্ট্রেলিয়ার বরাত দিয়ে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এছাড়া অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টটি গোলাপী বলে আয়োজন করতে চায় অজিরা। এদিকে, সিরিজের আগে ভারতীয় ক্রিকেটারদের কোয়ারেন্টিনে না রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত দিনদিন তলিয়ে যাচ্ছে অন্ধকারে। ক্রিকেট বিশ্বের মোড়ল রাষ্ট ভারত কিংবা অস্ট্রেলিয়া চায়না বিশ্বকাপ হোক। তার পরিবর্তে দ্বিপাক্ষিক সিরিজেই নজর দুই দলের।

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় বসার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের মেলা। আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলেও, আসরটি বাতিলের গুঞ্জনটাই সত্যি হতে যাচ্ছে। আয়োজক অজিরাও টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বেশি ভাবছে ডিসেম্বরে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে। কারণ তাতেই যে আর্থিক লাভের পরিমাণটা বেশি। পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবর, এরইমধ্যে চূড়ান্ত হয়ে গেছে চার টেস্ট সিরিজের সূচীও। ৩ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি আয়োজন করা হবে অ্যাডিলেডে। তৃতীয় টেস্টটি হবে বক্সিং ডেতে অর্থাৎ ২৬ ডিসেম্বর। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্নে। আর সবশেষ টেস্টটি হবে নতুন বছরে। ৩ জানুয়ারী সিডনিতে হবে সিরিজের শেষ টেস্টটি। এরমধ্যে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টটি গোলাপী বলে আয়োজন করতে চায় অজিরা। শেষ পর্যন্ত সেটি চূড়ান্ত হলে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলা হবে ভারতের। ২০১৮-১৯ মৌসুমের পর নিজ দেশে প্রতিটি টেস্ট সিরিজেই অন্তত একটি হলেও দিবারাত্রির টেস্ট খেলেছে অজিরা। তবে এখনো দেশটিতে গোলাপী বলে খেলা হয়নি ভারতীয়দের। এবার সেটির কথাই ভাবছে অস্ট্রেলিয়ানরা। এর আগে সিরিজের সবগুলো টেস্ট একই ভেন্যুতে আয়োজনের কথা জানিয়েছিল দুই দেশের বোর্ডই। তবে বিশ্বব্যাপী লকডাউন শিথিল হয়ে পড়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অজিরা। একইসঙ্গে সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নেয়া হলেও, অস্ট্রেলিয়ার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকায়, সেটিও বাদ দেয়ার কথা ভাবছে দুই দেশের বোর্ড। আগামী সপ্তাহেই ২০২০-২১ মৌসুমের সূচী ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তখনই চূড়ান্ত হবে দেশটির ঘরোয়া লিগ, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা আইপিএলে ছাড়পত্র দেয়ার বিষয়ে।

তবে যেকোন ভাবে মাঠে ফিরতে পারলেই স্বস্তি মিলবে বলে জানিয়েছেন দেশটির পেসার প্যাট কামিন্স। প্যাট কামিন্স বলেন, দেখুন বিশ্বকাপ একটি বড় ব্যাপার। যদিও কোনকিছুই এখনো চূড়ান্ত নয়, তারপরও আশা করি এবছর না হলে পরের বছর আয়োজন করা হবে আসরটি। তাছাড়া আগামী বছরে ভারতেও আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। আমাদের ঘরোয়া লিগ আছে, বেশকিছু সিরিজ আছে, অন্যান্য অনেক ধরণের ক্রিকেট ম্যাচই আছে। এখন যেকোন ভাবে মাঠে ফিরতে পারলেই সবাই খুশি। খেলা শুরু করাটাই বেশি গুরুত্বপূর্ণ। শেষপর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হলে তার পরিবর্তে আইপিএল আয়োজনই হবে উপযুক্ত সিদ্ধান্ত। মনে করেন কোলকাতা নাইট রাইডার্সের পেসার প্যাট কামিন্স।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us