নতুন স্যাটেলাইট ছবিতে রাখাইনে আবারও সেনা তাণ্ডবের আলামত

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৯:৩৩

মিয়ানমারের রাখাইন রাজ্যের নতুন কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি জানিয়েছে এসব ছবিতে নৃতাত্ত্বিক রাখাইন গ্রামে দুই শতাধিক বাড়ি পুড়িয়ে দেওয়ার চিত্র উঠে এসেছে। সেখানকার লেত কার গ্রামে এই ধ্বংসযজ্ঞের সঙ্গে রোহিঙ্গা নিপীড়নের চিত্রের মিল রয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিযেছে সংস্থাটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিপীড়ন চালায় মিয়ানমারের সেনাবাহিনী। ওই এলাকায় বিদেশি সাংবাদিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকায় এসব তাণ্ডবের চিত্র তুলে ধরতে স্যাটেলাইট ছবির ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। সম্প্রতি রাখাইন রাজ্যে নৃতাত্ত্বিক রাখাইন জনগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান জোরালো করেছে দেশটির সেনাবাহিনী।

এ মাসের শুরুতে রাখাইন কারাবন্দিদের নির্যাতনের ভিডিও প্রকাশ হয়ে পড়লে মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ বন্দি নির্যাতনের স্বীকারোক্তি দিতে বাধ্য হয়। সম্প্রতি ওই এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বিরোধী অভিযান জোরালো করেছে মিয়ানমার সেনাবাহিনী। গত কয়েক সপ্তাহে এসব অভিযান জোরালো হওয়ায় বহু মানুষের মৃত্যু ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।মঙ্গলবার এক বিবৃতিতে এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন জানান গত ১৬ মে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় ধারণ করা স্যাটেলাইট ছবিতে রাখাইনের লেত কার গ্রামে কোনও ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us