ইংল্যান্ডের ভাবনাকে অবাস্তব বলেছেন ভারতীয় তারকা

এনটিভি প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৯:৪০

ইউরোপে ফুটবল মাঠে ফিরতে শুরু করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগও (ইপিএল) ফেরানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সে পথ ধরে জীবানুমুক্ত পরিবেশে ক্রিকেট শুরু কথা ভাবছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু ইসিবির এই ভাবনাকে অবাস্তব বলেছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। কোয়ারেন্টিন ও প্রস্তুতি মিলিয়ে এক মাস আগে সফরে যেতে হবে উইন্ডিজ দলকে। এরই মধ্য নিজেদের অনুশীলন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এমন পরিস্থিতিতেও ঝুঁকি দেখছেন রাহুল।

এরপর ভারতের সাবেক ক্রিকেটার বলেন, ‘আমরা সবাই আশা করছি, সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাবে এবং ভালো ওষুধ এলে অবস্থার উন্নতি হবে। কিন্তু জীবাণুমুক্ত পরিবেশে খেলার ক্ষেত্রেও, সব পরীক্ষা করা হলো, কোয়ারেন্টিন মানা হলো, তার পর টেস্টের দ্বিতীয় দিনে কোনো ক্রিকেটার যদি পজিটিভ হয়, তখন কী হবে?’ নিজের প্রশ্নের ব্যাখ্যা করে রাহুল জানান, ‘বর্তমানে যে নিয়ম আছে, তাতে জনস্বাস্থ্য বিভাগের লোকজন এসে সবাইকে কোয়ারেন্টিনে পাঠাবে। টেস্ট ম্যাচ বা সিরিজের সেখানেই সমাপ্তি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us