মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৮

ইত্তেফাক প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৩:১৪

চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ার পাখির মোড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. কাসির (৩৫), আলম বাদশা (২৫) ও মো. ইমরান (২২)। এ ঘটনায় আহত ৮ জনকে স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত কাসির গাইবান্ধার মৃত আব্দুল জাব্বারের, বাদশা মৃত আব্দুল কুদ্দুসের এবং ইমরান ইদু মিয়ার পুত্র।

ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস বাউশিয়ার পাখির মোড় থেকে ব্রিজ দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থালে ২ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

আহত অপর ৮ জনকে ভবের চর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। হতাহতরা সবাই গাইবান্ধার বাসিন্দা বলে জানা যায়। তবে এদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে কিনা তিনি বলতে পারেননি। লাশগুলো ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা আছে। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত

ঢাকা পোষ্ট | হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা
৯ ঘণ্টা, ৫০ মিনিট আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us