প্রেম বহু করেছি বিয়েটা প্রথম, দাবি নোবেলের

ঢাকা টাইমস প্রকাশিত: ২৭ মে ২০২০, ১০:৫৯

সাত মাস আগে তৃতীয়বারের মতো বিয়ে করে সংসার শুরু করেছেন ‘সারেগামাপা’ খ্যাত বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেল। স্ত্রী মেহরুবা সালসাবিলকে নিয়ে তিনি বর্তমানে রাজধানীর নিকেতনে একটি ফ্ল্যাটে থাকছেন। গত দুদিন ধরে এমন গুঞ্জনই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে। বিয়ের কাবিন নামাও প্রকাশ পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক নোবেলের একাদিক ঘনিষ্ঠজনও এই বিয়ের কথা নিশ্চিত করেন। তবে দেশের প্রথমসারির একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে নোবেলের দাবি, তিনি জীবনে অনেকগুলো সম্পর্কে জড়ালেও এটি তার প্রথম বিয়ে। ভালোবেসে মেহরুবার মঙ্গে ঘর বেঁধেছেন তিনি। নোবেল জানান, মাত্র আড়াই মাস প্রেম করার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

পাঁচ লাখ টাকা দেনমোহরে ২০১৯ সালের ১৫ নভেম্বর তাদের বিয়ে হয়। সেখানে নোবেলের পরিবারের সবাই উপস্থিত থাকলেও ছিলেন না মেয়ে পক্ষের কেউ। এ ব্যাপারে নোবেলের বক্তব্য, ‘মেহরুবা আমাকে পালিয়ে বিয়ে করেছে। তাই ওর পরিবারের কেউ ছিলেন না। নোবেল জানান, ‘বিয়ের জন্য মেহরুবা আমার সঙ্গে আমাদের ডেমরার বাসায় চলে আসে। সেখানে আমার পরিবারের সদস্যরা ছিলেন। তাদের উপস্থিতিতে বিয়ে হয়। এক মাস পর অবশ্য আমার শশুরবাড়ির লোকজন সবকিছু জানতে পারেন। এখন সব ঠিক হয়ে গেছে। মেহরুবার পরিবার আমাদের বিয়ে মেনে নিয়েছেন।’

স্ত্রীর সঙ্গে পরিচয় সম্পর্কে নোবেল জানান, ‘প্রায় ১০ মাস আগের কথা। আমি শো করতে যুক্তরাষ্ট্রে ছিলাম। হিউস্টনে একটি শো শেষে অ্যারিজোনাতে যাচ্ছিলাম। বিমানে থাকা অবস্থায় মেহরুবা আমাকে ইনস্টাগ্রামে নক দিয়েছিল। সেই থেকে পরিচয় ও সখ্যতা। এরপর দেশে আসি, ওর সঙ্গে দেখা করি। আড়াই মাস চুটিয়ে প্রেম করার পর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। এখন আমরা দুজনে আমাদের নিকেতনের বাসায় থাকছি।’

কিন্তু বিয়ের কথা এত দিন লুকিয়ে রাখলেন কেন গায়ক? এ ব্যাপারে নোবেলের ভাষ্য, ‘যুক্তরাষ্ট্র থেকে ফিরে বেশ কয়েক মাসের জন্য ভারতে শো করতে গিয়েছিলাম। নানা ব্যস্ততার কারণে বিয়ের কথা জানানো হয়নি। এখন তো সবাই জেনে গেছে। ভালোই হয়েছে, আমি খুশি হয়েছি। কারণ বিয়ের বিষয়টা কীভাবে সবাইকে জানাব, তা নিয়ে একটু টেনশনে ছিলাম। এখন নিজেকে চাপমুক্ত মনে হচ্ছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us