লম্বা অনামিকার পুরুষের করোনায় ‘মৃত্যুঝুঁকি কম’

সময় টিভি প্রকাশিত: ২৬ মে ২০২০, ১৪:১৩

মহামারি করোনা নিয়ে বিশ্বব্যাপী চলছে বিভিন্ন ধরণের গবেষণা। এবার যুক্তরাজ্যের সোয়ানসি ইউনিভার্সিটির গবেষকেরা ৪১টি দেশের ২ লাখ মানুষকে নিয়ে গবেষণা করে জানিয়েছেন, যে সব পুরুষের অনামিকা আঙুল মধ্যমার চেয়ে তুলনামূলক লম্বা নভেল করোনাভাইরাসে তাদের মৃত্যুঝুঁকি এখন পর্যন্ত কম দেখা গেছে। ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য সান গবেষণাটির বরাত দিয়ে জানিয়েছে, যেসব পুরুষ জঠরে বেশি টেস্টোস্টেরন হরমোনের সংস্পর্শে আসে তাদের অনামিকা সাধারণত বেশি লম্বা দেখা যায়।

এই হরমোন অনেক সময় বেশে বেশি এসিই২ যৌগ উৎপন্ন করে, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা রাখে। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, যেসব দেশের পুরুষদের অনামিকা ছোট সেখানে তাদের মৃত্যুহার তিনগুণ বেশি। সোয়ানসি ইউনিভার্সিটির প্রফেসর জন ম্যানিং বলছেন, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া এবং পূর্ব এশীয় অঞ্চলের পুরুষেরা লম্বা অনামিকার কারণে বায়োলজিক্যাল সুবিধা পেয়ে থাকতে পারেন।’ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের পুরুষদের অনামিকা সাধারণত ছোট হয়। করোনায় এই অঞ্চলে তাদের মৃত্যুহার ৫৬ শতাংশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us