কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে কী করবেন?

আরটিভি প্রকাশিত: ২৬ মে ২০২০, ১২:২০

বিদ্যুৎ আমাদের জীবনকে অনেক সহজ ও আরামদায়ক করেছে। যতই সহজ হোক না কেন পাশাপাশি এতে রয়েছে কিছু ঝুঁকিও। এজন্য বিদ্যুৎ সংযোগ থাকা জিনিসগুলো সাবধানে ব্যবহার করতে হবে। তাহলে এ সংক্রান্ত দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব।

মাঝেমধ্যেই আমরা শোনা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা যাওয়ার ঘটনা। অথচ একটু সতর্কতাই এ ধরনের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। এমনকি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর প্রাথমিক করণীয়গুলো জানলে অনেক ক্ষেত্রে জীবন রক্ষা করা সম্ভব।

গরমের সময়টা বিদ্যুৎ বার বার যায় আসে আর ভোল্টেজ ওঠানামা করে, এসময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাছাড়া করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউনে তো সবাই বাসায় আছেন। সতর্কতা দিয়ে যে কোনও খারাপ অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব।

দেখে নিন কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাৎক্ষণিকভাবে যা করবেন-

বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বাঁচাতে হবে ঠিকই, তবে এজন্য তাকে স্পর্শ করা যাবে না।
বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়েছে এটা নিশ্চিত হওয়ার আগে কখনোই বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে স্পর্শ করবেন না।
কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে দ্রুত ওই লাইনের সুইচ বন্ধ করতে হবে। এরপরই কেবল আপনি তাকে স্পর্শ করতে পারবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us