বড়াইগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচি: নামে-বেনামে কার্ড দিয়ে চাল আত্মসাৎ

প্রথম আলো প্রকাশিত: ২৬ মে ২০২০, ১২:৪২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের কচুগাড়ি গ্রামের আবু সাঈদ তিন বছর ধরে ইরাকে থাকেন। তাঁর নামে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড (নম্বর-৪৭৮) রয়েছে। সেই কার্ডের বিপরীতে নিয়মিত চালও তোলা হয়েছে। অথচ সাঈদের পরিবার কিছুই জানে না। উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়াড় গাড়ফা গ্রামের কেরামত আলীর ছেলে আনোয়ার হোসেন জানলেন তাঁর নামে খাদ্য বান্ধব কার্ড (নম্বর ৩২৩) রয়েছে। কার্ডটি চোখের দেখাও দেখেননি। কিন্তু প্রায় তিন বছর ধরে কার্ডের চাল সরবরাহ করেছেন সংশ্লিষ্ট ডিলার।

ভান্ডারদহ গ্রামের মৃত ওসমান আলীর স্ত্রী আয়না বেগমের নামে দুটি কার্ড (৪৮৭ ও ৫৯২) রয়েছে। কিন্তু তিনি চাল পান না। বড়াইগ্রাম উপজেলার তিনটি ইউনিয়নে এভাবে নামে-বেনামে দুই শতাধিক কার্ড দিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সম্প্রতি এসবের লিখিত অভিযোগ করেছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চাল আত্মসাতের এসব অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার নানামুখী পদক্ষেপ নিতে গিয়ে এসব অনিয়ম জানাজানি হচ্ছে। বিশেষ করে খাদ্য সহায়তার তালিকা তৈরি করতে গিয়ে ভুক্তভোগীদের বঞ্চনার বিষয়টি উঠে আসছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us