যুক্তরাষ্ট্রে যাচ্ছে বেক্সিমকোর তৈরি ৬৫ লাখ পিপিই

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৫ মে ২০২০, ২০:৩৫

মার্কিন যুক্তরাষ্ট্রে ব্র্যান্ড হেইনসের কাছে ৬৫ লাখ বিশ্বমানের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর (পিপিই) একটি বড় চালান পাঠিয়েছে বাংলাদেশের টেক্সটাইল খাতের ব্র্যান্ড বেক্সিমকো। মার্কিন কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ফেমা) কাছে এ চালানটি পৌঁছাবে। সোমবার পিপিই হস্তান্তরের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, যুক্তরাষ্ট্রে এ প্রথম বড় ধরনের পিপিইর চালান যাচ্ছে। যা হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে আসতে পারে।

দেশের অর্থনীতিতে বেক্সিমকোর অবদানের প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এমন এক সংকটময় সময়ে বাংলাদেশ মাত্র দুই মাসের মধ্যে এ মুহূর্তে স্বাস্থ্য খাতের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সামগ্রী বিশ্বের এক গুরুত্বপূর্ণ বাজারে রফতানি করছে। তাও আবার ১০ থেকে ২০ হাজার নয়, ৬৫ লাখ পিস। এ এক অভাবনীয় অর্জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us