ঈদের মজার এক আয়োজন— ঈদি। ঈদ সালামি নিয়ে ঘটে নানা ঘটনা। তো, কীভাবে আরো বেশি বেশি সালামি আদায় করা যায়, সেটাই জেনে নেয়া যাক- * সালামি যিনি কম দেবেন, তাকে কৃপণ বলে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হবে— এমন গুজব ছড়িয়ে দিলে সালামি বেশি পাওয়া যাবে।
* যত বেশি সালামি, বিনিময়ে ফেসবুকে তত বেশি লাভ রিয়্যাক্ট প্রদান করা হবে। নাহয় সব পোস্টেই হাহা রিয়্যাক্ট দেবেন— এমন ঘোষণা দিলেই সালামির পরিমাণ বেশি হয়ে দাঁড়াবে।
* পাশের বাসার অমুক-তমুকে এবার অনেক বেশি সালামি দিয়েছে— এমন কথা বলে বেড়ান যার কাছ থেকে সালামি নিতে ইচ্ছুক তার আশপাশে। তাহলে দেখবেন যেটা আশা করছেন, তার চেয়েও বেশি সালামি পেয়ে গেছেন!
* যার কাছ থেকে সালামি নেবেন তার গোপন তথ্য খুঁজে বের করুন। এরপর বেশি সালামি না দিলে গোপন তথ্যটি সবার কাছে ফাঁস করে দেবেন, এটা বললেই দেখবেন সালামির পরিমাণ কয়েক গুণ বেড়ে গেছে। * সালামি বেশি দিলে সালামিদাতার ছবি ফেসবুকে শেয়ার করা হবে, এমন প্রতিশ্রুতি দিলেও বেশি সালামি পাওয়া যাবে।