ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৮ জনের করোনা শনাক্ত

বার্তা২৪ প্রকাশিত: ২৪ মে ২০২০, ১৬:৪১

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০০ জনে।
রোববার (২৪ মে) দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ।

তিনি জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে মোট তিন হাজার ৩৮২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুই হাজার ৮৫৯ জনের ফলাফল পাওয়া গেছে। তাদের মধ্য থেকে মোট ১০০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। রোববার দুপুর পর্যন্ত আসা ৩০ জনের ফলাফলের মধ্যে ৮ জনের করোনা ফলাফল পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের আইসোলেশনে আনার ব্যবস্থা করা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত ৫৬ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যুবরণ করেছেন দুইজন। বাকিরা আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us