যশোরের প্রধান ঈদগাহে এবার ঈদ জামাত হচ্ছে না

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মে ২০২০, ২১:১০

করোনাভাইরাসের কারণে এবার যশোরে ঈদের প্রধান জামাত বলে কিছু নির্ধারণ করা হয়নি। আর প্রধান জামাতের ঈদগাহ ময়দানে এবার ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে না। ইসলামিক ফাউন্ডেশন ১৬টি মসজিদে ২৫টি ঈদের জামাত নির্ধারণ করেছে। এর বাইরে অন্যান্য মসজিদ সুবিধামতো সময় নির্ধারণ করবে। তবে বর্তমান পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের পরামর্শ দেয়া হয়েছে।

নির্ধারিত জামাত হবে যশোর কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টা ও ৯টায়, জজকোর্ট জামে মসজিদে সকাল ৮টা ও ৮টা ৪০ মিনিটে, কারবালা জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়, দড়াটানা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, খুলনা বাসস্ট্যান্ড জামে মসজিদে সকাল ৮টায়, পিটিআই জামে মসজিদে সকাল ৮টায়, এমএম কলেজ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায়, ওয়াপদা কলোনি জামে মসজিদে সকাল ৮টায়, সদর হাসপাতাল জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পণ্ডিত পুকুর জামে মসজিদে সকাল ৮টায়।

রেলস্টেশন মাদরাসা জামে মসজিদে সকাল ৮টা ও ৯টায়, রেলগেট জামে মসজিদে সকাল ৭টা, সাড়ে ৭টা ও ৮টায়, শংকরপুর গোলপাতা শাহী জামে মসজিদে সকাল ৮টায়, মসজিদুল আকসা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, কিসমত নওয়াপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং আমিনিয়া আলিয়া মাদরাসায় তিনটি জামাত হবে সকাল ৭টা, ৮টা ও ৯টায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us