কিছুক্ষণ পর শুরু হচ্ছে তামিমের লাইভ শো'র শেষ পর্ব

সময় টিভি প্রকাশিত: ২৩ মে ২০২০, ২০:০৯

শেষ হচ্ছে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের তুমুল জনপ্রিয় লাইভ শো। আজ রাত সাড়ে দশটায় পঞ্চপাণ্ডবের আরো তিন পাণ্ডব মাশরাফী, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে হাজির হবেন তিনি। দেশের ক্রিকেটের এ তিন মহারথীকে দিয়েই শেষ করবেন তার এ আয়োজন। তবে, তামিমের উপভোগ্য শোতে সাকিব শেষ পর্বেও থাকছেন না বলে আক্ষেপ ক্রিকেট সমর্থকদের মাঝে তামিম ইকবাল; দেশ সেরা ব্যাটসম্যান।অনেক বার দেশের ক্রিকেট সমর্থকদেরও আনন্দে উপলক্ষ এনে দিয়েছেন তিনি।

কিন্তু, গেলো কয়েক মাসে বিশ্বজুড়ে করোনার প্রতাপে ঘরবন্দী সবাই। ভাইরাসটির আতঙ্কে ক্রিকেট ক্যানভাসে আনন্দ উল্লাসে ভাটা পড়লে ভিন্ন উদ্যোগ নেন বাংলাদেশ অধিনায়ক। শুরুটা ২ মে মুশফিকুর রহিমকে দিয়ে। ইন্সটাগ্রামে লাইভের মধ্যে দিয়ে। দারুণ জমেছিলো। পরে বাংলাদেশের সমর্থকদের ব্যাপারটি মাথায় রেখে আয়োজনটি আরো জমিয়ে তুলতে বন্ধু মিনহাজের পরামর্শে ফেসবুকে লাইভ শো শুরু করেন। মাশরাফীর সাথে ফেসবুকের ওই লাইভে এক লাখ ক্রিকেট সমর্থক প্রাণ ভরে উপভোগ করে তামিম আর মাশরাফীর রসায়ন।

দারুণ উপভোগ্য এই লাইভগুলোতে পর্যায়ক্রমে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি সাবেক ক্রিকেটাররাও ছিলেন। দেশের সীমানা পেরিয়ে দক্ষিণ আফ্রিকার তারকার ক্রিকেটার ফাফ ডু প্লেসি ভারতের দুই সুপার স্টার বিরাট কোহিল রোহিত শর্মা কিংবা ওয়াসিম আকরামের আগমন ভিন্ন মাত্র পায়। তামিম বুঝিয়ে দেন মাঠের ক্রিকেটেই শুধু নয়, উপস্থাপনাতেও তিনি বেশ পারদর্শী। এই আয়োজনে শেষ হচ্ছে তিন 'ম'কে নিয়ে- মাশরাফী, মুশফিক ও মাহমুদুল্লাহ।


তারা থাকছেন ১২তম ও শেষ পর্বে। তামিমের লাইভ শো'তে বাংলাদেশ দলের সব প্রাণ ভোমরাই ছিলেন। কিন্তু, ছিলেন না ওই একজন-সাকিব আল হাসান। তাকে খুব করে চাইছে ক্রিকেট পিয়াসুরা। সাকিব আসলেই নাকি তামিম ইকবালের লাইভ শো' পাতো পূর্ণতা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us