পদ্মা সেতুর ৩০ তম স্প্যান বসবে ৩০ মে

সমকাল প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৮:২৮

ঈদের পর পরই আগামী ৩০ মে বসছে পদ্মা সেতুর ৩০ তম স্প্যান। তাই করোনা পরিস্থিতি ও ঈদের ছুটির মধ্যেও থেমে নেই কর্মযজ্ঞ, এগিয়ে চলছে সেতুর কাজ। আনুষঙ্গিক কাজ শেষ হলেই চলতি মাসের শেষের দিকে ৩০ মে জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর খুঁটির (পিয়ার) উপর বসানো হবে ‘৫বি’ নামের ৩০ তম স্প্যানটি। ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের ধূসর রঙের এ স্প্যানটি খুঁটির ওপর বসানো হয়ে গেলে সেতুর মূল অবকাঠামো দৈর্ঘ্যে ৪৫০০ মিটার দৃশ্যমান হয়ে পদ্মা বুকে মাথা উঁচু করে দাড়াঁবে বলে জানিয়েছেন পদ্মা সেতুর (মূল সেতু) নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, প্রকল্পের কর্মকর্তা, প্রকৌশলী ও শ্রমিকরা এখন ৩০তম স্প্যান বসানোর কর্মযজ্ঞে ব্যস্ত সময় কাটাচ্ছে। ইতিমধ্যে স্প্যানটির চূড়ান্ত রঙের কাজ সম্পন্ন হয়েছে। এখন আনুষঙ্গিক কিছু কাজ করা হচ্ছে। এরপরই স্প্যানটি

শনিবার (৩০ মে)  বসানোর লক্ষ্যে ভাসমান ক্রেনবাহী জাহাজ "তিয়ান-ই" স্প্যানটি মাওয়া প্রান্তের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডের স্টক জেটি থেকে জাজিরা প্রান্তে খুঁটির কাছে নোঙর করবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us