দেশে আরো ১৮৭৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২০

বণিক বার্তা প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৫:০১

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন ৪৫২ জন। এছাড়াও গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল যথাক্রমে ৩২ হাজার ৭৮ জন। আজ শনিবার (২১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। করোনায় প্রতিদিন মারা যাওয়া তথ্যে বেশিরভাগই ঢাকার বাসিন্দা শোনা গেলেও আজকের দেওয়া তথ্যে ঢাকার চেয়ে চট্টগ্রামে দ্বিগুণ মারা গেছেন। গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রামের আটজন, রংপুরে দুজন, ময়মনসিংহে দুজন, রাজশাহীতে দুজন, সিলেটের একজন এবং খুলনা বিভাগে রয়েছেন একজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে মারা গেছেন চারজন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us