বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি চান রবিন উথাপ্পা
প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৩:৫৩
বিদেশের টি-টোয়েন্টি লিগগুলোয় ভারতীয় ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া হোক, আবেদন জানালেন রবিন উথাপ্পা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই) পুরুষ ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছাড়া অন্য কোথাও খেলার অনুমতি দেয় না। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা ইংল্যান্ডে হতে চলা দ্য হান্ড্রেড কম্পিটিশন— কোনোটাতেই খেলতে পারেন না ভারতীয়রা।
যার ফলে যে ক্রিকেটারদের জাতীয় দলে আসার সম্ভাবনা আর নেই, তাঁদের পক্ষে ক্যারিয়ার টেনে নিয়ে চলা মুশকিল। সেই ব্যাপারেই নিয়ম শিথিল করার আবেদন করেছেন উথাপ্পা। তাঁর মতে, বিদেশি টি-টোয়েন্টি লিগে খেললে ভারতীয় ক্রিকেটাররা শিখতে পারবেন, পরিণতও হবেন।
বিবিসির দুসরা পডকাস্টে কলকাতা নাইট রাইডার্সের এই সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান বলেছেন, “দয়া করে আমাদের খেলতে দিন। বাইরে খেলার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা মেনে নেওয়া খুব যন্ত্রণার। খুব ভালো হয় যদি আমরা কয়েক জন বাইরে গিয়ে খেলতে পারি। ক্রিকেটের একজন ছাত্র হিসেবে আমরা শিখতে চাই, যতটা সম্ভব পরিণত হতে চাই।”