নামাজের জন্য জার্মানিতে খুলে দেওয়া হলো গির্জা

এনটিভি প্রকাশিত: ২৩ মে ২০২০, ১২:২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে মসজিদে সবার নামাজ আদায় করা সম্ভব না হওয়ায় জার্মানির রাজধানী বার্লিনে মুসল্লীদের প্রার্থনার জন্য একটি গির্জা খুলে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।জার্মানিতে গত ৪ মে থেকে সব ধর্মীয় উপাসনালয় পুনরায় খোলার অনুমতি দেওয়া হলেও প্রার্থনার সময় একে অপরের থেকে ৫ ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

এ দূরত্ব মেনে নামাজ আদায়ের জন্য মসজিদে আরো জায়গা প্রয়োজন। আর এ জন্যই বার্লিনের নিউক্লান জেলার দার আসসালাম মসজিদে কেবলমাত্র জামাতের একটি অংশের নামাজ আদায়ের উপায় ছিল। কিন্তু ক্রুজবার্গের মার্থা লুথেরান গির্জা রমজানের শেষ জুমার নামাজের আয়োজন করে সাহায্যের প্রস্তাব দেয়।

দার আসসালাম মসজিদের ইমাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এটি একটি দুর্দান্ত বিষয়। এ সংকটের মধ্যে রমজানে এটি সবার মাঝে আনন্দ নিয়ে এসেছে। এই মহামারি আমাদের একটি সামাজিক বন্ধনে আবদ্ধ করেছে। সংকট মানুষকে একত্রিত করে তোলে।’

মসজিদ কমিটির সদস্য সামির হামদৌন বলেন, ‘এটি এক অদ্ভুত অনুভূতি ছিল। কারণ, সেখানে বাদ্যযন্ত্র ও বিভিন্ন ছবি ছিল, যা ইসলামিক প্রার্থনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু আপনি যদি দেখেন এবং ছোট ছোট বিষয় ভুলে যান, তাহলে শেষপর্যন্ত এটি সৃষ্টিকর্তারই ঘর।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us