ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় ৫৪৫ জনের মৃত্যু

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৯ মে ২০২০, ২৩:৫১

ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারও বেড়েছে, তবে কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ৩৪১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে। এর আগে গত সোমবার (১৮ মে) মৃতের সংখ্যা ছিল ১৬০ জন, রবিবার ছিল ১৭০ জন, শনিবার ছিল ৪৬৮ জন।

এদিকে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, ব্রিটেনে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৪১২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৪৮ হাজার ৮১৮ জন। গত সোমবার বলা হয়েছিল ২৬৮৪জন, রবিবার বলা হয়েছিল ৩১৪২ জন, শনিবার বলা হয়েছিল ৩৪৫১ জন আক্রান্ত হয়েছে।

জানা গেছে, করোনায় গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৭৪ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২৯ জন, ওয়েলসে ১৭ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৭ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারিভাবে গ্রহণযোগ্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us