গলাচিপায় ১১৭ সাইক্লোন শেল্টারে হবে আশ্রিতদের ইফতার-সেহরি

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ মে ২০২০, ২১:২৩

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে গলাচিপা উপজেলায় ইতিমধ্যে মৃদু বাতাস ও থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। একদিকে করোনা আবার এরই মধ্যে সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান। করোনার সামলাতে টালমাটাল অবস্থায়ই মঙ্গলবার বিকেলে থেকেই লড়তে হচ্ছে আম্ফানের সাথে। এ অবস্থায় সামাজিক দূরত্ব মেনে দুর্গত এলাকার জন সাধারণকে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার জানান, এ উপজেলায় দুর্গতদের আশ্রয়ের জন্য ১১৭টি সাইক্লোন শেল্টার ও ইউনিয়ন পরিদষ ভবন প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া এলাকার বহুতল ভবন গুলো যাতে মানুষ আশ্রয় নিতে পারে সে ব্যবস্থাও করে রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য মোট ১৮টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us