কাঁচা আমের জিভে জল আনা মজাদার দুই আচার

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৯ মে ২০২০, ১২:৫০

এখন কাঁচা আম বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। কাঁচা আমের ভর্তার কথা শুনলেই জিভে পানি এসে যায়। তবে সারা বছর ধরে কাঁচা আমের আচার সংরক্ষণ করা যায়।  বিভিন্নভাবে টক, মিষ্টি আচার তৈরি করে বছরজুড়ে খেতে পারেন। ঝুম বৃষ্টির দিনে খিচুড়ি বা পোলাওয়ের সঙ্গে আমের আচার একেবারে মন ভুলিয়ে দেয়। আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য রইল কাঁচা আমের দুইটি ভিন্ন স্বাদের আচারের রেসিপি-  আম-রসুনের আচার   উপকরণ: খোসা ছাড়া কাঁচা আমের টুকরা দুই কাপ, সরিষার তেল এক কাপ, রসুন ছেঁচা এক কাপ, মেথি এক টেবিল চামচ, মৌরি এক টেবিল চামচ, জিরা এক টেবিল চামচ, কালো জিরা দুই চা চামচ, সিরকা আধা কাপ, হলুদ গুঁড়া দুই চা চামচ, শুকনা মরিচ ১০ থেকে ১২টি, চিনি দুই টেবিল চামচ ও লবণ পরিমাণ মতো।

প্রণালী: আমের টুকরোগুলোতে লবণ মাখিয়ে সারারাত রাখুন। পরের দিন ধুয়ে কয়েক ঘণ্টা রোদে রেখে দিন। রেসিপির সব মসলা মিহি করে বেটে বা ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিন। এরপর চুলায় সসপ্যানে তেল গরম করুন। ছেঁচে নেয়া রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর বাটা মসলা দিয়ে মিশিয়ে নিন। এবার আম দিয়ে নাড়তে থাকুন।  কিছুক্ষণ রান্না করার পর আম নরম হলে, চিনি দিয়ে মিশিয়ে নিন। চিনি গলে ঘন হয়ে এলে নামিয়ে নিন। এরপর আচার ঠাণ্ডা হলে কাঁচের বোয়ামে ভরে নিন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us