করোনার মধ্যেই চীনে ভূমিকম্প, নিহত ৪

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৯ মে ২০২০, ১১:৪৩

মহামারি করোনা আতঙ্কের মধ্যেই ভূমিকম্প আঘাত হেনেছে চীনে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে চার জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ২৩ জন। মঙ্গলবার স্থানীয় সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

ইউনানের প্রাদেশিক সরকার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় রিখটারস্কেলে ৫ দশমিক ০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ইউনান প্রদেশের ঝাওতোং শহরে। শহরটিতে প্রায় ৬০ লাখ মানুষ বসবাস করে । চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর দমকল বাহিনীর কর্মীদের দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

উল্লেখ্য, চীন একটি ভূমিকম্প প্রবণ দেশ। ২০০৮ সালে দেশটির সিচুয়ানে রিখটারস্কেলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর প্রায় ৮৭ হাজার মানুষ মারা গিয়েছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us