সাঈদীর মামলার সাক্ষী খলিফা মারা গেছেন

সময় টিভি প্রকাশিত: ১৫ মে ২০২০, ১৫:৪৩

মানবতাবিরোধী মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অন্যতম সাক্ষী আব্দুল হালিম খলিফা ওরফে বাবুল (৫৫) মারা গেছেন। শুক্রবার (১৫ মে) ভোরে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বৌডুবি গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। বাবুলের স্বজনরা জানান, ৩ দিন পূর্বে হৃদরোগে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার তাকে গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা হয়। এরপর আজ ভোরে তার মৃত্যু হয়। সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বৌডুবি বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে। এছাড়া তিনি স্থানীয় রাজলক্ষী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে পুলিশী নিরাপত্তায় রয়েছে পিরোজপুরে সাঈদীর বিরুদ্ধে মামলার সকল সাক্ষী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us