ওয়াসা বিল ঘরে বসেই পরিশোধ করা যাবে বিকাশে

প্রথম আলো প্রকাশিত: ১৪ মে ২০২০, ২১:৪৭

ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার বিল এখন খুব সহজেই বিকাশে পরিশোধ করা যাবে। ফলে কোভিড-১৯–এর বিস্তার প্রতিরোধের এই সময়ে গ্রাহক কোথাও না গিয়ে ঘরে বসেই যেকোনো সময় নিজের এবং অন্যের পানির বিল পরিশোধ করতে পারবেন। ঢাকা ওয়াসার ৩ লাখ ৮০ হাজার এবং চট্টগ্রাম ওয়াসার প্রায় ৭২ হাজার গ্রাহক কোনো বাড়তি চার্জ ছাড়াই চলতি মাসের বিল বা বকেয়াসহ বিল বিকাশে পরিশোধ করতে পারবেন। ফলে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে বাড়তি সময় ও অর্থ ব্যয় না করেই সহজ, ঝামেলাহীন এবং নিরাপদে পানির বিল পরিশোধের সেবা নিশ্চিত হলো। গ্রাহক চাইলে তাঁর পানির বিলের পরিমাণও বিকাশ থেকে চেক করে দেখতে পারবেন। এ ছাড়া বিল পরিশোধের সঙ্গে সঙ্গেই তিনি পেয়ে যাবেন একটি ই-রসিদ, যা ভবিষ্যৎ প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে পারবেন।  বিল পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে-বিল অপশন থেকে পানি এবং ঢাকা ওয়াসা বা চট্টগ্রাম ওয়াসা নির্বাচন করে বিলের মাস নির্বাচন করবেন। এরপর গ্রাহক তাঁর বিল নম্বরটি দেবেন। পরে বিকাশ পিন দিয়ে বিল পরিশোধ সম্পন্ন করবেন। তাৎক্ষণিকভাবেই বিল পরিশোধ হয়ে যাবে এবং গ্রাহক সেবাদাতা প্রতিষ্ঠান ও বিকাশ লোগো–সংবলিতএকটি ই-রসিদ পাবেন। গ্রাহক চাইলে তাঁর বিল নম্বরটি বিকাশ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারেন, যা ভবিষ্যতের বিল দেওয়া আরও সহজ করবে। *২৪৭# ডায়াল করে কিছু ইন্টারঅ্যাকটিভ ধাপ অনুসরণ করেও পানির বিল পরিশোধের সুযোগ রয়েছে বিকাশে। উল্লেখ্য, বিকাশের মাধ্যমে সারা দেশের সব বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রিপেইড এবং পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন গ্রাহক। এ ছাড়া গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, ডিটিএইচ, সিটি করপোরেশন ট্যাক্সসহ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফিও বিকাশে পরিশোধের সুযোগ রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us