যতক্ষণ ক্যামেরা ততক্ষণ মাঠে, পরে খোঁজও মেলেনি চেয়ারম্যানের
প্রকাশিত: ১৪ মে ২০২০, ০৯:০৪
কুষ্টিয়া: করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে দেশের কয়েকটি জেলার কৃষকরা ধান কাটার শ্রমিক সংকটে রয়েছে। তবে সারাদেশে যে শ্রমিক সংকট তা কিন্তু নয়। কুষ্টিয়ায় এখন পর্যন্ত ধান কাটার শ্রমিকের সংকট নেই। দক্ষিণাঞ্চলের এই জেলায় বন্যার আশঙ্কা থাকে না বললেই চলে। এছাড়া কৃষি যান্ত্রিকীকরণ এই জেলায় বেশ জোরদার। কৃষি শ্রমিকের পাশাপাশি ধান কাটতে প্রস্তুত রয়েছে ধান কাটার আধুনিক যন্ত্রপাতি। সম্প্রতি দেশের হাওড় অঞ্চলে ধান কাটার শ্রমিক সংকটের কারণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মাঠে কৃষকদের পাশে এগিয়ে এসেছেন। সেদিক থেকেও পিছিয়ে নেয় কুষ্টিয়া। কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে মাড়াই করে দিচ্ছেন কুষ্টিয়ার সদর উপজেলার দোস্তপাড়া মাঠে হাজির বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মোমিন মন্ডল। কৃষকলীগের জেলার সাধারণ সম্পাদকও তিনি। গত সোমবার (০৩ মে) দোস্তপাড়া এলাকার নান্টু মণ্ডলের জমির ধান কাটার প্রস্তুতি একদিন আগেই নিয়ে রাখেন।