পার্থিব জীবন যে হঠাৎ থমকে যেতে পারে কোনো রকম নোটিফিকেশন ছাড়াই বর্তমান পরিস্থিতি আমাদের সেই বাস্তবতা হাড়ে হাড়ে শিখিয়েছে। চলে যেতে হবে, আমার প্রয়োজন ফুরাবে। ব্যস্ততা চিরদিনের জন্য শেষ হবে। সেই সময়ের আগেই প্রত্যেক মানুষের উচিত তার রবের কাছে রুজু করা। তার কাছে ফিরে যাওয়া। আর সেই ফিরে যাওয়া সময়ের উত্তম মৌসুম চলছে। রমাদান মাস। নিজেকে পরিশুদ্ধ করে নতুন করে ঈমানী সজীবতায় জেগে উঠার মাস। রমাদানের শেষ দশকে সেই সজীবতা ফিরে পাওয়ার অন্যতম মাধ্যম হলো ই’তিকাফ। নিজেকে শুধুমাত্র আল্লাহর জন্য বেধে ফেলা হলো ই’তিকাফ।