চার যুক্তিতে দৈনিক সংগ্রাম সম্পাদকের জামিন আবেদন শুনানি আজ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ মে ২০২০, ১০:২৫

রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় কারাগারে থাকা দৈনিক সংগ্রামের প্রকাশক ও সম্পাদক আবুল আসাদের জামিন চেয়ে আবেদনের বিষয়ে শুনানি আজ। বুধবার (১৩ মে) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানির কথা রয়েছে। এর আগে ১১মে আবুল আসাদের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ আবেদন করেন। জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মুহাম্মদ শিশির মনির জাগো নিউজকে বলেন, ‘ভার্চুয়াল আদালতে প্রথম আবেদনকারী হিসেবে আবুল আসাদের জামিন আবেদন দায়ের করেছি। আজই সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এ আবেদনের পক্ষে ভিডিও কনফারেন্সে শুনানি করবেন।’ অ্যাডভোকেট শিশির মনির জানান, আবুল আসাদের জামিনের জন্য চারটি যুক্তি তুলে ধরা হবে। চার যুক্তি হলো ১.৮০ বছর বয়স্ক একজন প্রবীণ নাগরিক। ২. শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। ৩.তার ডান চোখের দৃষ্টিশক্তি ক্রমান্বয়ে হারিয়ে ফেলছেন। চিকিৎসকরা অতিসত্ত্বর তার ডান চোখে ক্যাটারেক্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। শ্বাসকষ্টের রোগী হওয়াতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ারও প্রবল ঝুঁকিতে রয়েছেন তিনি। কিন্তু দীর্ঘদিন আদালত বন্ধ থাকায় জামিন আবেদন করার সুযোগ পাচ্ছেন না। ৪. দৈনিক সংগ্রামে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে শহীদ লিখেছেন এটা আদালত অবমাননা হতে পারে, রাষ্ট্রদ্রোহ না। সংশ্লিষ্ট কোর্ট সূত্রে জানা যায়, গত ১১ মে ভার্চুয়াল বেঞ্চ গঠনের পর এটাই প্রথম জামিন আবেদন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us