শিল্পী সংঘের দাবি, জাহিদ হাসান ‘শেষ পর্যন্ত’ নির্দেশ অমান্য করেননি!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১২ মে ২০২০, ১৯:৫৬

জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ায় জন্য সরকার প্রথম থেকেই নির্দেশনা দিয়ে আসছে। এমনকি ঢাকা ত্যাগ ও প্রবেশেও আছে নিষেধাজ্ঞা। পাশাপাশি করোনাকালে টেলিভিশনের শুটিং বন্ধ রাখার নির্দেশও দিয়েছে টেলিভিশনের সব সংগঠন।সরকার ও সংগঠনের এসব নির্দেশনা অগ্রাহ্য করে ১০ মে শুটিংয়ে অংশ নেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা জাহিদ হাসান। আদিবাসী মিজানের একটি নাটকের জন্যই তিনি কাজটি করেন।আর তাই আন্তঃসংগঠনগুলোর সমালোচনার মুখে পড়েছেন জাহিদ ও মিজান। জনপ্রিয় একজন অভিনেতার এমন অসচেতনতামূলক আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সহকর্মী ও ভক্তরাও। তবে জাহিদ হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কিছু ঘটেনি বলে মনে করে শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ।অপর দিকে পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড আরেকটু সময় নিয়ে সিদ্ধান্ত জানাতে চায়। বিষয়টি নিয়ে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে দুটি বিষয় আছে। নিষেধাজ্ঞা ও সচেতনতা। নিষেধাজ্ঞা অগ্রাহ্য করা ঠিক হয়নি। পাশাপাশি বলব, আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে। অভিনেতা বা নির্মাতার বুঝতে হবে এখানে শুধু তিনি নন তার পরিবারও যুক্ত। তিনি যদি আক্রান্ত হন, তার পরিবার ও সহকর্মীরা চরম ক্ষতির মুখে পড়তে পারেন। সচেতন কর্মী হিসেবে এটা কাম্য নয়। আর নিষেধাজ্ঞা অগ্রাহ্যের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। টেলিভিশনের আন্তঃসংগঠনগুলো একসঙ্গে কাজ করছি। আমরা দুই একদিনের ভেতরে জাহিদ হাসান ও আদিবাসী মিজানের বিষয়ে সিদ্ধান্ত নেব।’ বিগত কয়েক বছর ধরেই ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ টেলিভিশন প্রডিউসার অ্যাসোসিয়েশন ও নাট্যকার সংঘ একযোগে কাজ করে আসছে। পাশাপাশি এতে যুক্ত আছে টেলিভিশনের আরও কয়েকটি সংগঠন। অভিনয় শিল্পী সংঘ মনে করে, জাহিদ হাসান ‘শেষ পর্যন্ত’ নির্দেশনা অমান্য করেননি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us