অর্থনীতিতে পতনের দিকে যুক্তরাষ্ট্র, উত্থান হবে চীনের

ঢাকা টাইমস প্রকাশিত: ১০ মে ২০২০, ০৮:৩৪

নভেল করোনাভাইরাসের ধাক্কায় স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় অচলাবস্থায় পড়েছে বিশ্ব অর্থনীতি। বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের অর্থনীতিও এরইমধ্যে ভঙ্গুর অবস্থায় পড়েছে। আগামীদিনে দেশটির অর্থনৈতিক শক্তি আরও দুর্বল এবং বিশ্ব অর্থনীতিতে চীনের প্রবল উত্থান হবে বলে মনে করছেন মার্কিন ধনাঢ্য ব্যবসায়ী রে ডালিও। নিক্কেই এশিয়ান রিভিউকে এক সাক্ষাৎকারে ব্রিজওয়াটার অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান রে ডালিও করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে এমনই মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মহলে প্রভাবশালী রে ডালিও মনে করছেন যুক্তরাষ্ট্র বর্তমানে ঋণের স্তূপে চাপা পড়ে আছে। এই সংকট কাটাতে দেশটিকে কিছুদিনের মধ্যে ডলার ছাপাতে হতে পারে। আর এটা হলে মার্কিন ডলারের পতন ঘটবে। বিশ্ব বাজারে ডলারের মূল্য অবিশ্বাস্যভাবে কমে যাবে। এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি দুর্বল হয়ে পড়বে। নিক্কেই এশিয়ান রিভিউকে ডালিও বলছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পতনে আরও প্রবলভাবে চীনের উত্থান হতে যাচ্ছে। গত ১০ বছরে চীন বৈশ্বিক পুঁজিবাজারে একটা শক্ত অবস্থান তৈরি করেছে। তাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা রয়েছে। এটি দেশটিকে সাম্রাজ্য বিকশিত করতে ভূমিকা রাখবে। ডালিওর মতে, করোনা পরবর্তী বিশ্ব নেতৃত্বেও বিরাট পরিবর্তন আসবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us