দুই সরকারে বিভক্ত লিবিয়া, নেপথ্যে অস্ত্র আর তেল বাণিজ্য
প্রকাশিত: ০৩ মে ২০২০, ১৭:১১
ওআইসি সম্মেলনে সৌদি বাদশাহকে প্রকাশ্যে আমেরিকা-ব্রিটেনের দালাল বলা, জাতিসংঘে বিশ্ব শক্তিদের প্রতি বৃদ্ধঙ্গুলি দেখিয়ে জাতিসংঘ সনদকে প্রকাশ্যে ছিঁড়ে ফেলা গাদ্দাফি আফ্রিকার এক রহস্যময় শাসক। বলা হয়ে থাকে নিজ দেশের একাংশের কাছে অসম্ভব জনপ্রিয় স্বৈরশাসক সাদ্দাম হোসেন ও মুয়াম্মার গাদ্দাফি পশ্চিমাদের চক্ষুশূল ছিলেন। কারণ, তাদের পারমাণবিক অস্ত্র বানানোর পরিকল্পনা ছিল। ফলে আরব বসন্তে বাঁ-হাত ঢুকিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটো কাঙ্ক্ষিত শত্রুকে বিনাশ করে।