এবার ঘরে বসে বুদ্ধ পূর্ণিমা উদযাপনের ‍সিদ্ধান্ত

বার্তা২৪ প্রকাশিত: ০২ মে ২০২০, ১৩:৪০

বৌদ্ধ ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আগামী ৬ মে। বৌদ্ধ বিশ্ব এ দিনটি অত্যন্ত ঝাঁকজমক পূর্ণ পরিবেশে উদযাপন করে। এছাড়া দিনটিকে জাতিসংঘ ‘ইউনাইটেড নেশন ডে অব বৈশাখ’ নামে আন্তর্জাতিক দিবস হিসেবেও ঘোষণা করেছে।

প্রতি বছর বাংলাদেশেও বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত ঝাঁকজমক পূর্ণ পরিবেশে পালান করা হয়। তবে এবার দেশের করোনা পরিস্থিতিতে ঘরে বসে বুদ্ধ পূর্ণিমা উদযাপনের ‍সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন জানিয়েছে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ভাইরাসে আক্রান্ত। এ কারণে সরকার ঘোষিত লক ডাউনের আওতায় সামাজিক দূরত্ব বজায় রাখতে এবার বাংলাদেশের সকল অঞ্চলের শীর্ষ বৌদ্ধ সংগঠনগুলো; আলোচনা সাপেক্ষে বিশেষ করে বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, পার্বত্য ভিক্ষু সংঘ-বাংলাদেশ, বনভন্তে শিষ্য সংঘসহ সকল বিহার, প্যাগোডায় কোন রকম শুভ বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিক কর্মসূচী পালন করা হবে না। শুধু মাত্র বৌদ্ধ বিহারে অবস্থানরত ভিক্ষু সংঘরা বিহারে ধর্মীয় অনুষ্ঠান, পূজা, বন্দনাসহ ধর্মীয় কার্য সমাধা করবেন। ভক্তবৃন্দ, উপাসক-উপাসিকাগণ নিজ নিজ বাড়িতে অবস্থান করে ধর্মীয় কার্য প্রতিপালন করবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us