‘ঘরে চাউল নাই, পকেটে টাহা নাই, মোরা খামু কী?’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০১ মে ২০২০, ১১:২৭

‘ঘরে চাউল নাই, পকেটে টাহা (টাকা) নাই। ঘেরে (কাঁকড়া চাষের পুকুর) কাঁকড়া মরছে প্রতিদিন, হাটে বেচার উপায় নাই। রফতানিও বন্ধ। এহন মোরা খামু কী? হেরপর আছে এনজিও, ব্যাংকের ঋণ, দাদনের বোঝা। এ অবস্থায় মরা ছাড়া আর কোনও উপায় দেহি না।’ করোনা পরিস্থিতির মধ্যে এভাবেই নিজের সমস্যার কথা বলছিলেন বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী ইউনিয়নের হোগলপাশা গ্রামের কাঁকড়া চাষি মনোজ ব্যাপারি। প্রতিবছর এমন সময় কাঁকড়া বিক্রি করে লাভের মুখ দেখতেন তিনি। এবছর করোনার কারণে রফতানি বন্ধ থাকায় লাভ তো দূরে থাক, খরচের টাকাও উঠাতে পারবেন না তিনি।শুধু মনোজ ব্যাপারিই নন। করোনা ভাইরাসের কারণে রফতানি বন্ধ থাকায় কাঁকড়া নিয়ে বিপাকে পড়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলা ও তালতলী উপজেলার চাষিরা। অনেকেই পুঁজি হারিয়ে নিঃস্ব হতে চলেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us