ভ্যাকসিন গবেষণায় রক্ত দিচ্ছেন করোনাজয়ী টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০, ১৭:২৫
করোনা নিয়ে একের পর এক দুঃসংবাদের মাঝে কিছু দিন আগে স্বস্তির বার্তা দিয়েছেন কিংবদন্তি হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসন। কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর সেরে উঠে ভক্ত-অনুরাগীদের চিন্তামুক্ত করেছেন তাঁরা। এবার আরো একটি খবর প্রকাশ্যে আনলেন, যাতে তাঁদের প্রতি সবার ভালোবাসা নিঃসন্দেহে বেড়ে যাবে আরো অনেকটা। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, করোনাযুদ্ধজয়ী এই দম্পতি কোভিড-১৯ নিয়ে গবেষণাকার্যে তাঁদের রক্ত ও প্লাজমা দিতে চাচ্ছেন। এ ব্যাপারে টম বলেন, ‘আমরা বলেছি, তোমরা কি আমাদের রক্ত চাও? আমরা কি প্লাজমা দিতে পারি?