শহর থেকে খানিকটা দূরে আমাদের বাড়ি। আমাদের সঙ্গে দাদিও থাকেন। করোনাভাইরাস যখন পুরো এলাকাটি তছনছ করে ফেলছে, তার আগে থেকেই আমরা সচেতন। এমন অবস্থায় হঠাৎ করেই দাদি অসুস্থ হয়ে পড়লেন। তাঁর জ্বর, সর্দি, শরীর ব্যথা, সামান্য কাশি ও হালকা শ্বাসকষ্ট দেখা দিল। বাবা টেলিমেডিসিনে ফোন করে দাদির জন্য ওষুধ আনালেন। দাদি একটুও সুস্থ হলেন না। দাদিকে নিয়ে খুব দুশ্চিন্তায় দিন কাটতে লাগল আমাদের। বয়স হয়েছে তাঁর, তার...