মর্গে সরঞ্জাম সরবরাহ করে যেসব প্রতিষ্ঠান তারা বিবিসিকে এ খবর দিয়েছে।
তারা বলছে, একদিকে মরদেহ বহনের ব্যাগ মজুদ করা হচ্ছে, অন্যদিকে বিদেশ থেকে আগামী কয়েক সপ্তাহ ধরে এধরনের ব্যাগ আমদানি করা সম্ভব হবে না।
ব্রিটিশ স্বাস্থ্য বিভাগ এনএইচএস যদিও বলছে তাদের হাতে যথেষ্ট বডি ব্যাগ রয়েছে। কিন্তু স্বাস্থ্য কর্মীরা জানাচ্ছেন এই ব্যাগের অভাবে তাদেরকে কাপড় দিয়ে মরদেহ মুড়ে রাখতে হচ্ছে।
ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ বলছে, রোগীর মৃত্যুর সাথে সাথে কোভিড-১৯ জীবাণু ধ্বংস হতে শুরু করে। ফলে মরদেহ স্থানান্তরের কাজে বডি ব্যাগ ব্যাবহারের প্রয়োজন আর থাকে না।
'বারবার মেডিকেল' হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা মর্গে সরঞ্জাম সরবরাহ করে। এনএইচএস-এর সাথে এই কোম্পানির চুক্তি রয়েছে।