তৃতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০, ১৫:৫৪

তৃতীয়বারের মত বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন অনলাইন মার্কেট জ্যায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ‘ফোর্বস’ ম্যাগাজিন চলতি বছরের শীর্ষ ১০০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। সেখানে টানা তৃতীয় বছরের মত নিজের প্রথম অবস্থান ধরে রেখেছেন তিনি। ফোর্বসের তথ্যানুযায়ী বর্তমানে বেজোসের মোট অর্থের পরিমাণ ১১ হাজার ৩শ’ কোটি ডলার। তার ঠিক পরের অবস্থানে আছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, যার মোট অর্থের পরিমাণ ৯ হাজার ৮শ’ কোটি ডলার। তৃতীয় অবস্থানে আছে বার্নাড আরনল্ট অ্যান্ড ফ্যামিলি। তাদের সম্পত্তির পরিমাণ ৭৬ বিলিয়ন ডলার। বার্কশায়ার হ্যাথওয়ের মালিক ওয়ারেন বাফেট চতুর্থ স্থানে। তার সম্পত্তির মূল্য ৬৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। তবে ২০১৯ সালের তালিকায় তিনি ছিলেন ৩ নম্বরে। শত কোটি ডলারের মালিকদের তালিকায় রয়েছেন নারীরাও। ফোর্বসের তালিকায় নারীদের মধ্যে শীর্ষে রয়েছেন ওয়ালমার্ট ফরচুনের উত্তরাধিকার অ্যালিস ওয়াল্টন। তালিকায় তার স্থান ৯ নম্বরে। তার সম্পত্তির পরিমাণ ৫৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। তালিকায় মোট জায়গা পেয়েছেন সারা বিশ্বের ২৪১ মহিলা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us