বরিশালে চালু করার দু'দিনের মধ্যে করোনার পিসিআর ল্যাবে ত্রুটি

সমকাল প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০, ২১:১৬

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) করোনাভাইরাস পরীক্ষায় আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম শুরুর দু'দিনের মধ্যে মেশিনে ত্রুটি দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে পিসিআর মেশিনের সহায়ক যন্ত্রাংশে (বায়ো সেফটি কেবিনেট) ত্রুটি দেখা দেওয়ায় তড়িঘড়ি করে শুক্রবার তা প্রতিস্থাপন করে সরবরাহকারী প্রতিষ্ঠান। তবে কম ক্ষমতাসম্পন্ন মেশিন প্রতিস্থাপন করায় করোনা রোগীর নমুনা পরীক্ষার সক্ষমতা আগের চেয়ে তিন-চতুর্থাংশ কমে গেছে। বিষয়টি স্বীকার করলেও সমস্যা হবে না বলে দাবি করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসিত ভূষণ দাস।মাইক্রোবায়োলজি বিভাগের আরপি-করোনা ল্যাবের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. এ কে এম আকবর কবির জানান, পিসিআর মেশিনের সহায়ক মেশিন বায়ো সেফটি কেবিনেটে ত্রুটির বিষয়টি অধ্যক্ষকে জানানো হয়। পরে সরবরাহকারী প্রতিষ্ঠান প্রথম বায়োসেফটি কেবিনেট মেশিনের চেয়ে ক্ষমতাসম্পন্ন একটি মেশিন প্রতিস্থাপন করেছে। ফলে আগে প্রতিদিন ৯৬টি নমুনা পরীক্ষা করা গেলেও এখন সক্ষমতা চার ভাগের এক ভাগে নেমে এসেছে।বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম জানান, মেশিনে ত্রুটির কথা জানতে পেরে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। আপাতত কম ক্ষমতার একটি যন্ত্রাংশ প্রতিস্থাপন করে কার্যক্রম চালু রাখা হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে আগের ক্ষমতাসম্পন্ন যন্ত্রাংশ প্রতিস্থাপন করা হবে।এর আগে গত বুধবার শেবাচিমের মাইক্রোবায়োলজি বিভাগে করোনাভাইরাস পরীক্ষার ল্যাবের কার্যক্রম শুরু হয়। প্রথম দু'দিনে মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন চার সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হলেও সবার ফলই নেগেটিভ এসেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us