'গোলাবারুদের চেয়ে ভালোবাসার শক্তি বেশি'

এনটিভি প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২০, ২০:১৫

করোনাভাইরাসের সংক্রমণে দিশেহারা পুরো বিশ্ব। দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। এই ভাইরাসকে রুখতে লড়ছেন বিশেষজ্ঞরা। অবশ্য যে যার জায়গা থেকে সচেতন হলে এর বিস্তার ঠেকানো সম্ভব। এর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা মনে করেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে পারবে মানুষের ভালোবাসা। ভালোবাসা থেকেই আসে দায়িত্ববোধ। আর সেই দায়িত্ব যথাযথভাবেই পালন করছেন চিকিৎসক-নার্স, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবকরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফী লিখেছেন, '‘করোনাভাইরাস প্রমাণ করল গোলাবারুদের চেয়ে ভালোবাসার শক্তি অনেক বেশি।’ মাশরাফী নিজেও এই দুর্যোগে মাঠে রয়েছেন। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে তহবিল গঠনে প্রধান ভূমিকা রাখেন তিনি। এছাড়া নড়াইল-২ আসনের সাংসদ সদস্য হিসেবে নিজের ফাউন্ডেশন থেকে অসহায়দের জন্য আর্থিক ও খাদ্য সহায়তাও দিয়েছেন মাশরাফী। সম্প্রতি মাশরাফীর আরও একটি উদ্যোগ চোখে পড়েছে সবার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

রংপুরের বিপক্ষে মাশরাফিদের মান বাঁচানো পুঁজি

ঢাকা পোষ্ট | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
৩ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us