চট্টগ্রামে বিকেল ৫টার পর জরুরী প্রয়োজন ছাড়া বের না হওয়ার নির্দেশ

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২০, ০৫:২৯

বাংলাদেশে দিন যতই গড়াচ্ছে কোভিড-১৯ সংক্রামন রোধে প্রশাসন আরো কঠোর হচ্ছে। বিনা প্রয়োজনে লোকজনকে বাইরে ঘোরাঘুরি বন্ধ করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইন শৃংখলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে। এরই মধ্যে নগরীর বিভিন্নস্থানে আইন শৃংখলা বাহিনীর ১০টি টিম অভিযান চালিয়ে সরকারী নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ার অভিযোগে ৬৫টি মামলা এবং ৯৬ হাজার ৭০০টাকা জরিমানা আদায় করেছে। লোকজনকে সামাজিক দুরত্ব বজায় রেখে জুরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে যাতে বের না হয় সেজন্য প্রশাসন কঠোর হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন। তিনি জানিয়েছেন ,ইতোমধ্যে জেলা-উপজেলার বিভিন্ন স্থানে বিকেল ৫টার পর থেকে ওষুধ ও খাদ্যের দোকান ছাড়া সব দোকান পাঠ এবং লোকজনের বাইরে অবস্থান বন্ধ করে দেয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us