করোনা: সামাজিক দূরত্ব মেনেই ডেটিং

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২০, ১৭:৪৬

হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায়ই দূর থেকে ভালো লাগা। তারপর প্রযুক্তির সহায়তায় যোগাযোগ। সবশেষে ভালবাসার যুদ্ধে সামাজিক দূরত্ব মেনেই সফলভাবে ডেট করেছেন করোনায় মৃত্যুপুরীতে পরিণত হওয়া নিউইয়র্কের এক যুগল। সম্প্রতি নিউইয়র্কের জেরেমি কোহেন এবং টোরি সিংনারেলার প্রেমকাহিনীর এমনই চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল সারাবিশ্বে। আর ভিডিও ব্লগার ‘নাস ডেইলি’তে এই প্রেমকাহিনী নিয়ে এক ভিডিও প্রকাশিত হলে বেশ আলোচিতও হয়ে ওঠে জেরেমি-টোরির প্রেমগল্প। ব্রুকলিনে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় নিজ ব্যালকনি থেকে পাশের একটি ভবনের ছাদে টোরিকে নাচতে দেখেন জেরেমি। অবশ্য তখনও টোরির নাম না জানা জেরেমি বেশ আকৃষ্ট হয়ে পড়েন টোরির প্রতি। একই এলাকায় থেকেও কোয়ারেন্টিন এর কারণে টোরির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে যেতে পারছিলেন না জেরেমি। তখন সাহায্য নেন প্রযুক্তি।একটি ড্রোনে নিজ নম্বর লিখে উড়িয়ে দেন টোরির উদ্দেশ্যে। এরপর আর খুব একটা বেশি বেগ পেতে হয়নি জেরেমি। বেশ লম্বা সময় চ্যাটের পর দুইজনই দু’জনকে পছন্দ করা শুরু করলেন। ঠিক করলেন ডেট করার। আর তখন আবারও বাঁধ সাধল করোনার কারণে সামাজিক দূরত্বে থাকার বাস্তবতা।  তবে এবারও থেমে থাকেননি জেরেমি। সঙ্গে ছিল টোরি। দু’জনই অংশ নেন ‘রিয়েল ডেটে’। আর সেই ডেটে জেরেমি অংশ নেন নিজ ব্যালকনি থেকে। ২০০ মিটার দূরে টেবিলের অপর পাশে টোরি যোগ দেন নিজ ছাদ থেকে। সঙ্গে ছিল স্মার্টফোন প্রযুক্তির ভিডিও কলিং প্রযুক্তি। কিন্তু এভাবেও যেন মন মানছিল না দু’নের। জেরেমি সিদ্ধান্ত নেন সরাসরি টোরির সঙ্গে দেখা করার। তবে তাই বলে সচেতনতাবোধ হারিয়ে ফেলেননি প্রেমিক জেরেমি। সামাজিক দূরত্ব মেনেই টোরির সঙ্গে সরাসরি দেখা করার অভিনব এক পরিকল্পনার বাস্তবায়ন ঘটান তিনি। নিজেকে বড় একটি স্বচ্ছ বাবল বলে মুড়ে নেন জেরেমি। এরপর বাবল বলের ভেতরে থেকেই হেঁটে যান টোরির বিল্ডিংয়ের সামনে। হাতে গ্লাভস পরা টোরি আগে থেকেই অপেক্ষা করছিলেন তারজন্য। দৃশ্যপটের ভিলেন হিসেবে আবির্ভুত হয় নিউইয়র্ক পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us