জীবন রক্ষায়ই অধিক গুরুত্ব, অর্থনীতি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ১৬:১৭

রোনাভাইরাসের (কোভিড-১৯) হানায় থমকে গেছে সব অর্থনৈতিক কর্মকাণ্ড। পুরো বিশ্ব পতিত হয়েছে আর্থিক মন্দার কিনারে। এর প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে দেশের অর্থনীতিতেও। পরিস্থিতি আরও দীর্ঘায়িত হলে কর্মসংস্থান, রফতানি, প্রবাসী আয়সহ অভ্যন্তরীণ বাজারে সৃষ্টি হবে বড় সংকট। এরই প্রেক্ষিতে করোনাভাইরাসের প্রকোপে দেশের সামগ্রিক অর্থনীতিতে যে রক্তক্ষরণ শুরু হয়েছে তা নিয়ন্ত্রণে একটি সমন্বিত উদ্যোগ নেয়া হচ্ছে। করোনার প্রভাবে ব্যবসা-বাণিজ্যে যে ক্ষতি হচ্ছে তা কঠোরভাবে মনিটর করছে বাণিজ্য মন্ত্রণালয়। করোনা সংকট উত্তরণ ও পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে পর্যালোচনাও শুরু করেছে সরকার। তবে প্রথমে বর্তমান এই চরম দুর্যোগে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করে আগে মানুষের জীবন বাঁচানোর ওপর জোর দিচ্ছে সরকার। এরপরই অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। অর্থ, বাণিজ্য ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরসে আক্রান্তদের চিকিৎসা ও এ ভাইরাস যেন আর বিস্তৃতিলাভ করতে না পারে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জরুরিভিত্তিতে ২৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রয়োজনে আরও অর্থ দিতে প্রস্তুত রয়েছে অর্থ মন্ত্রণালয়। করোনার বিস্তৃতি ঠেকাতে সবকিছু বন্ধ করে দিয়েছে সরকার। এতে করে দেশে লকডাউন (অবরুদ্ধ অবস্থা) বিরাজ করছে। তাই খেটে খাওয়া ছিন্নমূল মানুষদের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আবার ঢাকাও ওএমএসের চালের দাম ৩০ টাকা থেকে কমিয়ে ১০ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাস বৈশ্বিক মহামরি রূপ নেয়ায় দেশের রফতানি খাত সংকটে পড়েছে। ফলে রফতানি খাতের শ্রমিকরা যেন বেতন-ভাতার অভাবে আর্থিক সংকটে না পড়েন তাই ইতোমধ্যে এ সংকটকালে পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us