ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা ফিফার

ঢাকা টাইমস প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ১৯:৪৫

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে কাঁপছে পুরো বিশ্ব। ক্রীড়াঙ্গনেও পড়েছে এই ভয়াল থাবা। স্থগিত হয়ে গেছে সকল খেলাধুলা। ফলে স্বাভাবিকভাবেই আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছে ফুটবল ক্লাবগুলোও। বাধ্য হয়ে ক্লাবের খেলোয়াড়দের বেতন কাটা হচ্ছে ও কর্মচারীদের ছাটাই করা হচ্ছে। কিছু কিছু ক্লাব দেউলিয়ার মুখে পড়েছে। এই ভয়াবহ অবস্থায় এগিয়ে আসার সিদ্বান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এক বিবৃতিতে ফিফার পরিচালনা পর্ষদ জানিয়েছে, ‘ফিফার শক্ত আর্থিক ব্যবস্থাপনা রয়েছে। এই কঠিন সময়ে তা থেকে সাহায্য করার দায়িত্ব আমাদের। এই মহামারিতে ফুটবলের ওপর যে আর্থিক প্রভাব পড়েছে সেটি মূল্যায়ন করে বিশ্বজুড়ে ফুটবল কমিউনিটিকে সহযোগিতা করার প্রক্রিয়া হাতে নিয়েছে ফিফা।’ ফিফা আরও জানিয়েছে, ‘আমাদের এখনও ১. ৫ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। ছয়টি আঞ্চলিক কনফেডারেশন এবং সদস্য অ্যাসোসিয়েশনসহ পেশাদার, অপেশাদার, তৃণমূল পর্যায়েও এই সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us